Sunday, May 25, 2025
বাড়িরাজ্যভোটাধিকার প্রয়োগ করে আতঙ্কের অভিযোগ তুললেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর

ভোটাধিকার প্রয়োগ করে আতঙ্কের অভিযোগ তুললেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : ৫ নং খয়েরপুর বিধানসভায় কেন্দ্রের বিভিন্ন ভোট কেন্দ্রে সকাল থেকেই ভোটারের সংখ্যা ছিল অনেকটাই কম। ফাঁকা ভোটকেন্দ্র গুলির মধ্যে ছিল চার থেকে পাঁচ জন পুলিশ ও  টি এস আর জওয়ান। এর মধ্যে এলাকার প্রাক্তন বিধায়ক পবিত্র কর পুরাতন আগরতলা ব্লকের অন্তর্গত দোলুল্লা গ্রাম পঞ্চায়েত অফিসে ভোট প্রদান করেন। তিনি জেলা পরিষদের ১ নং আসনের ভোটার হিসেবে ভোট দিতে যান।

 এই আসনে সিপিআইএম প্রার্থী ছিলেন চিনুবালা চৌধুরী। প্রাক্তন বিধায়ক ভোটাধিকার প্রয়োগ করে অভিযোগ তুলেছেন ভোটের পরিবেশ নিয়ে। তিনি বলেন মানুষের ভেতর মনে হয় আতঙ্ক রয়েছে। তাই স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে এগিয়ে আসছে না তারা। বিগত দিনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এগিয়ে আসতো। কিন্তু ভোট কেন্দ্র এত ফাঁকা আগে কখনো লক্ষ্য করা যায়নি বলে জানান তিনি। এদিন প্রাক্তন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী তথা সিপিআইএমের নারী নেত্রী রমা দাস। তিনিও ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!