Monday, September 16, 2024
বাড়িরাজ্যডি ওয়াই এফ আই বিক্ষোভ মিছিল

ডি ওয়াই এফ আই বিক্ষোভ মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট : শিক্ষা, স্বাস্থ্য সহ সরকারি সমস্ত দপ্তরের শূন্যপদ পূরণ করা, সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগ বন্ধ করা, নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা, জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা সহ বিভিন্ন দাবিতে ডি ওয়াই এফ আই সদর বিভাগীয় মহকুমা কমিটির উদ্যোগে এক মিছিল সংঘটিত হয়। বুধবার ৭৯ টিলা এলাকায় এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

 উপস্থিত ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, বর্তমান সরকার আউটসোর্সিং এর মাধ্যমে বেকার যুবকদের শ্রম চুষে নিচ্ছে। কর্মসংস্থানের দরজা বন্ধ করে দিচ্ছে। ঘরে ঘরে নেশা পৌছে দিচ্ছে। গোটা সমাজ এবং রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে। জিনিসপত্রের মূল্য মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় দাবি করছে, স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ করে শিক্ষা ব্যবস্থা সঠিক জায়গায় নিয়ে আসা, ভেঙে পড়া স্বাস্থ্য পরিষেবা সঠিক জায়গায় নিয়ে আসতে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের শূন্যপদ পূরণ করা এবং বিদ্যুৎ নিগমের পর্যাপ্ত কর্মী নিয়োগ করার দাবি জানান। পরে মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমার করে জিবি বাজারে গিয়ে শেষ হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য