Wednesday, September 11, 2024
বাড়িরাজ্যরাজ্যের তাঁত শিল্পীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী

রাজ্যের তাঁত শিল্পীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট : ২০১৫ সাল থেকে প্রতি বছর ৭ আগস্ট দিনটিকে জাতীয় হস্ততাত দিবস হিসাবে পালন করা হয়। এই বছরও তার ব্যতিক্রম হয় নি। বুধবার সমগ্র দেশ জুড়ে পালন করা হয় জাতীয় হস্ত তাঁত দিবস। ত্রিপুরা রাজ্যেও দিনটি নানান কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়। বুধবার জাতীয় হস্ত তাঁত দিবস উপলক্ষে রাজধানীর পূর্বাশা পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

পূর্বাশা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা হস্ত তাঁত শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন ধরনের বস্ত্র নিজের চোখে প্রত্যক্ষ করেন। কথা বলেন হস্ত তাঁত শিল্পীদের সাথে। তাদের হাঁতে তৈরি বস্ত্রের বিষয়ে খোঁজ খবর নেন। বেশকিছু সময় সেখানে কাটান মুখ্যমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ৭ আগস্ট জাতির জনক মহাত্মা গান্ধী ভারত ছাড় আন্দোলনের ডাক দিয়েছিলেন। ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র ৭ আগস্ট দিনটিকে জাতীয় হস্ত তাঁত দিবস হিসাবে পালন করার ঘোষণা দেন। তার পর থেকে প্রতি বছর ৭ আগস্ট দিনটিকে হস্ততাত শিল্প দিবস হিসাবে পালন করা হয়। নিজেদের হাতে তৈরি সামগ্রী যেন মানুষ ব্যবহার করে তার জন্য প্রধানমন্ত্রী লোকাল ফর ভোকালের ডাক দেন। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান হস্ত তাঁত শিল্পীদের হাতে তৈরি বস্ত্র সহ অন্যান্য সামগ্রী ক্রয় করার জন্য। টেকসই ভবিষ্যৎ বুনন’ এই থিমকে সামনে রেখে এই বছর হস্ত তাঁত দিবস পালন করা হয়। এইদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক কিশোর বর্মণ সহ অন্যান্য আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য