স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ আগস্ট : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের শেষ লগ্নে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ৯ নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী মঞ্জু দাস এবং ৮ নং আসনের প্রার্থী শিবায়ন দাসের সমর্থনে এক বাইক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রেমের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আগামী আট আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। রাজ্যে বর্তমানে যে চিত্র দাঁড়িয়েছে তাতে দেখা যাচ্ছে ৬০৫ টি পঞ্চায়েতের মধ্যে ৬৩৭০ টি আসন।
এর মধ্যে পাঁচ হাজার আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হয়েছেন। পঞ্চায়েত সমিতির ৩৫ টির মধ্যে ৪২৩ টি আসন। এর মধ্যে অধিকাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা ভারতের জনতা পার্টি মনোনীত প্রার্থী জয় হয়েছে। আটটি জেলা পরিষদের ১১৭ টি আসন। যার মধ্যে ৯৬ টি আসনে নির্বাচন হচ্ছে। বাকি আসন গুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা। ৮ আগস্ট নির্বাচন সম্পূর্ণ হওয়ার পর ১২ আগস্ট যখন ফলাফল ঘোষণা হবে, তখন দেখা যাবে আবারো ভারতীয় জনতা পার্টি জয়জয়কার হয়েছে।
বিশেষ করে ভারতীয় জনতা পার্টির গ্রামীণ সরকার ত্রিস্তর পঞ্চায়েতে গঠিত হবে। কারণ গত পাঁচ বছরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যারা পঞ্চায়েতগুলি পরিচালনা করেছেন তারা মানুষের স্বার্থে কাজ করেছে। কেন্দ্রীয় প্রকল্প ও রাজ্যের প্রকল্প সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। একজন মানুষের অর্থনৈতিক দিকের বিকাশ হয়েছে। তাই আগামী দিনে আরো বেশি উন্নয়নের ধারা বজায় রাখার জন্য পুনরায় ভারতে জনতা পার্টির মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার জন্য আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাইছেন গ্রামকে শক্তিশালী করার জন্য। গ্রাম শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে বলে জানান তিনি।