স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ আগস্ট : উদয়পুর শালগড়া রেল ব্রিজের উপর থেকে গোমতী নদীতে ছিটকে পরে মৃত্যু বহিরাজ্যের এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম সুরেশ বাল্মিকি দাস। তার বাড়ি আসামের করিমগঞ্জ জেলার ডেমলি চা বাগান এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। জানা গেছে, রেল লাইনে কাজ করার জন্য আসাম থেকে রাজ্যে আসে বেশ কয়েকজন শ্রমিক।
তাদের মধ্যে একজন হল সুরেশ বাল্মিকি দাস। তার বাড়ি আসামের করিমগঞ্জ জেলার ডেমলি চা বাগান এলাকায়। মঙ্গলবার সকালে সে অন্যান্য শ্রমিকদের সাথে উদয়পুর শালগড়া রেল ব্রিজের উপর রেল লাইনে কাজ করতে যায়। রেল লাইনে কাজ করার সময় আচমকা সে শালগড়া রেল ব্রিজের উপর থেকে গোমতী নদীতে ছিটকে পরে যায়। সুরেশ বাল্মিকি দাসের এক সহকর্মী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় তারা সুরেশকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।
তখন তারা দেখতে পায় সুরেশ গোমতী নদীর জলে পরে গেছে। সাথে সাথে তারা সুরেশকে নদীর জল থেকে তুলে আনার চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয়। তারপর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে সুরেশকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। সুরেশ বাল্মিকি দাসকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে দেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি পরীক্ষা নিরিক্ষার পর দেখতে পান সুরেশ বাল্মিকি দাসের মৃত্যু হয়েছে। জাণা যায় সুরেশ বাল্মীকী দাস উদয়পুর শালগড়া রেল ব্রিজের উপর রেল লাইনের নাট খোলার সময় সে গোমতী নদীর জলে পরে যায়। এবং তার মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য।