Monday, September 16, 2024
বাড়িরাজ্যবিজেপি প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার নেশা সামগ্রী, পলাতক প্রার্থী

বিজেপি প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার নেশা সামগ্রী, পলাতক প্রার্থী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ আগস্ট : শাসকদলের আরো এক প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার নেশা সামগ্রী। অভিযুক্ত প্রার্থীর নাম সখিল দাস। তিনি দক্ষিণ জেলার রাধানগর গ্ৰাম পঞ্চায়েতের ৪ নং আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি দলের প্রার্থী। ঘটনার পর থেকে তিনি পলাতক। জানা যায়, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজনগর কেন্দ্রের দক্ষিণ রাধানগর গ্ৰাম পঞ্চায়েতের মন্ত্রী টিলা এলাকার সখিল দাসের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে নেশা সামগ্রী। তিনি বিজেপি দলের পঞ্চায়েত প্রার্থী।

 সখিল দাসের বাড়ির কুঁড়ে ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ এসকফ সিরাপ ২৯৭ টি বোতল ও দশ ১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। কিন্তু বাড়ির মালিক সখিল দাসকে পুলিশ গ্ৰেপ্তার করতে পারেনি, বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় সখিল দাস। এই সখিল দাস দক্ষিণ রাধানগর গ্ৰাম পঞ্চায়েতের ৫ নং আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থী। এই প্রার্থীর বাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধারের চাঞ্চল্যের পাশাপাশি ভোটারদের মনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পুলিশ আইনি প্রক্রিয়া শেষে বাড়ি থেকে উদ্ধারকৃত নেশা সামগ্রী নিয়ে আসে রাজনগর পিআর বাড়ি থানাতে। পুলিশ এনডিপিএস আইনে বিজেপি প্রার্থী সখিল দাসকে পলাতক হিসেবে একটি নির্দিষ্ট মামলা নথিভুক্ত করেছে। রাজনগর পি আর বাড়ি থানাতে যার মামলার নম্বর 2024 PRB 038 । এই অভিযান চলে‌ বিলোনিয়া মহাকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে। সাথে ছিলেন রাজনগর পিআর বাড়ি থানার ওসি রতন রবি দাস, ইন্সপেক্টর সুজিত সরকার সহ ডিসিএম।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য