Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যকেউ শুনছে না গ্রামের রাস্তা সংস্কার করার কথা, গ্রামবাসী হুঁশিয়ারি দিলেন আন্দোলনের...

কেউ শুনছে না গ্রামের রাস্তা সংস্কার করার কথা, গ্রামবাসী হুঁশিয়ারি দিলেন আন্দোলনের নামার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ আগস্ট : কৈলাসহরের গোলকপুর এডিসি ভিলেজের তিন নং ওয়ার্ড এলাকার রাস্তা সংস্কারের জন্য দাবি করা হলেও রাস্তা সংস্কার করা হচ্ছে না। যার ফলে গ্রামের ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে পারছে না, গ্রামের কেউ অসুস্থ হলে সেই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া যাচ্ছে না, কিংবা গ্রামে কোনো গাড়ি যাতায়াত করছে না। এরপরও প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই বলে অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করল গ্রামবাসী।

 গ্রামবাসীরা জানান যে, খুব শীঘ্রই রাস্তা সংস্কার করা না হলে গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। কারণ গোলকপুর তিন নং ওয়ার্ড এলাকার রাস্তার উপর প্রায় দুইশো পরিবার নির্ভরশীল। গোলকপুর এডিসি ভিলেজের অধিকাংশই চা বাগান শ্রমিক পরিবারের বসবাস। এই গোলকপুর এডিসি ভিলেজের তিন নং ওয়ার্ড এলাকার রাস্তাটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। রাস্তার অর্ধেক অংশ প্রায় সাত বছর পূর্বে ইট সলিং করা হলেও বাকি অংশ আজ অব্দি ইট সলিং করা হয়নি।

যেটুকু ইট সলিং করা হয়েছিলো সেই ইট সলিং-এর প্রায় অধিকাংশ জায়গায় ইট বর্তমানে নেই। ফলে শুখা মরশুমেও এই রাস্তা দিয়ে গ্রামবাসীরা চলাফেরা করতে পারে না। বর্তমান বর্ষার মরসুমে তো বলেই লাভ নেই, রাস্তাটি এতটাই কর্দমাক্ত হয়ে থাকে যে বাইক কিংবা ছোটো গাড়িও এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। কিছুদিন পূর্বে রেগার কাজ করার সময় রাস্তার সংস্কার না করে উল্টো রাস্তার অনেক অংশে মাটি কেটে রাস্তাটিকে ছোটো করা হয়েছে বলেও গ্রামবাসীরা জানান। কৈলাসহরের চন্ডীপুর ব্লকের অধীনে অবস্থিত গোলকপুর এডিসি ভিলেজ কর্তৃপক্ষকে গ্রামবাসীরা কয়েকবার জানানোর পর গোলকপুর এডিসি ভিলেজ কর্তৃপক্ষ গ্রামবাসীদের জানায়, উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গ্রামবাসীরা আরো জানান, চন্ডীপুর ব্লকের বিডিও-কেও কয়েকবার জানানো হলেও আজ অব্দি কাজের কাজ কিছুই হয়নি বলে জানান তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য