স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : আগামী ৫ আগস্ট শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের ৭২ তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে রবিবার এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবী রাজীব ভট্টাচার্য্য সহ ক্লাবের কর্মকর্তারা। ক্লাব প্রাঙ্গনে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতা ঘুরে দেখে তিনি কচিকাঁচাদের উৎসাহিত করেন।
তিনি জানান শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল সারা বছরই বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত থাকে। প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে তারা বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবির, দাবা প্রতিযোগিতা, যোগাসন প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেছে। এর প্রতিযোগিতা গুলিও এদিন অনুষ্ঠিত হয়। এ ধরনের কর্মসূচি হাতে নেওয়া তাদের অভিনন্দন জানান সমাজসেবী রাজীব ভট্টাচার্য। আগামী দিনেও এ ধরনের সামাজিক কাজকর্ম অব্যাহত রাখার জন্য আহ্বান জানান তিনি।