Wednesday, September 11, 2024
বাড়িরাজ্যগ্রেপ্তার আরো ১২ বাংলাদেশী, তদন্ত নেমে পুলিশ ব্যর্থ

গ্রেপ্তার আরো ১২ বাংলাদেশী, তদন্ত নেমে পুলিশ ব্যর্থ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ আগস্ট : সন্দেহ বাড়াচ্ছে মানব পাচার। গত কয়েকদিনে ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে। প্রায় লাগাতার প্রতিদিনই চলছে ধরপাকড়, কিন্তু বলা যায়, প্রশাসন মানব পাচার রুখতে ব্যর্থ। এবার রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকার বিভিন্ন জায়গা থেকে আটক হয়েছে ১২ জন বাংলাদেশী নাগরিক। তাদের মধ্যে তিনজন রয়েছে মহিলা। বিএসএফ -এর সহযোগিতায় পশ্চিম আগরতলা থানার পুলিশ তাদের পাকড়াও করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে প্রায় ৪০ থেকে ৪২ জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার হয়েছে। গত রবিবার ৩০ জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছিল আগরতলা রেল স্টেশন থেকে। তবে যারা আটক হচ্ছে তাদের মধ্যে সিংহভাগ বাংলাদেশী নাগরিকের বয়স ৩০শের নিচে। এবার যারা আটক হয়েছে তাদের মধ্য বিভিন্ন বয়সের নাগরিক রয়েছে। পশ্চিম আগরতলা থানার পুলিশ তাদের বিরুদ্ধে ফরেনার অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী মামলা গ্রহণ করা হয়েছে বলে জানান পশ্চিম আগরতলা থানার এক পুলিশ আধিকারিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে তারা রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করে বর্ডার গোলচক্কর এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। পেছনে মূলত কি রহস্য রয়েছে তা এখনো কিনারা করতে পারেনি পুলিশ।

 তবে বাংলাদেশে বর্তমানে কোটা আন্দোলন পরিবেশকে অশান্ত করে তুলেছে। এরই মধ্যে বাংলাদেশি নাগরিক ভারতে ভূখণ্ডে বেআইনিভাবে প্রবেশ করা নিয়ে ক্রমশ চিন্তা বাড়াচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত করতে সমস্ত ধরনের চেষ্টা করলেও ব্যর্থ বলা যায়। কারণ কি উদ্দেশ্যে তাদের ভারতে প্রবেশ সেটা এখনো বের করতে পারছে না পুলিশ। পুলিশ শুধু এতটাই বলছে যে যাদের আটক করছে, তারা ত্রিপুরা থেকে দেশের বিভিন্ন রাজ্যে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু পেছনে মূলত কি উদ্দেশ্য এর কোন হদিস পাচ্ছে না পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য