Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যব্যর্থ পুলিশকে রক্ষা করল জনতা, আটক ২

ব্যর্থ পুলিশকে রক্ষা করল জনতা, আটক ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ আগস্ট : দুই ব্যক্তিকে আটক করতে গিয়ে ঘাম ছুটল পুলিশের। শেষ পর্যন্ত জনতা এগিয়ে এসে রক্ষা করলো পুলিশকে। পুলিশের সামনেই চলে ধন্ধুমার কান্ড। ঘটনা তেলিয়ামুড়া গামাই বাড়ি এলাকায়। ধৃত দুই ব্যক্তির নাম পার্থসারথী দেববর্মা এবং কমলেশ দেববর্মা।

জানা যায়, তেলিয়ামুড়া থানা এলাকার গামাইবাড়িতে বৃহস্পতিবার একটি বি.এস.এফের গাড়ির সঙ্গে কলেজ পড়ুয়া ছাত্রদের এক বাইকের সংঘর্ষ হয়। পরে উভয়পক্ষ মিলিত ভাবে এর মীমাংসাও করে নেয়। তৎসঙ্গে এই যান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ যখন ঘটরাস্থলে পৌঁছে এই দুর্ঘটনার খোঁজখবর নেয় সেই সময় দুর্ঘটনা স্থলের পাশ দিয়ে স্কুটি নিয়ে যাওয়ার সময় পার্থসারথী দেববর্মা এবং কমলেশ দেববর্মা নামের দুই মদ্যপ ব্যক্তিকে স্কুটি দাঁড় করায় পুলিশ, তখন সে দুই ব্যক্তির পুলিশের সাথে বাকবিতণ্ডা হয়। একটা সময় পর পরিস্থিতিতে এতটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় যে দুই ব্যক্তি পুলিশের উপর আক্রমণ করার চেষ্টা করে বলে অভিযোগ। তখন পুলিশ তাদের আটক করে থানায় আনতে গেলে প্রচন্ড বেগ পেতে হয় পুলিশকে। একটা সময় পর স্থানে কিছু যুবক উত্তেজিত হয়ে ধৃত দুজনকে পুলিশের সামনেই মারধর করে। শেষ পর্যন্ত পুলিশ হতভম্ব হয়ে দুই যুবককে আটক করে কানের নিয়ে আসে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য