Monday, March 24, 2025
বাড়িরাজ্যভারী বর্ষণে ব্যাপক ক্ষতি বিলোনিয়া মহকুমায়

ভারী বর্ষণে ব্যাপক ক্ষতি বিলোনিয়া মহকুমায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ আগস্ট : দুদিন ধরে চলছে মুষলধারে বৃষ্টি। আর এই ভারী বর্ষণের ফলে নাজেহাল জনজীবন। ব্যাপকভাবে ক্ষতি হয়েছে কৃষি জমি, মানুষের বাড়িঘর এবং রাস্তাঘাট। এমন একটি চিত্র লক্ষ্য করা গেল দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার বিভিন্ন স্থানে। বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর কলাবাড়িয়া এলাকার বাসিন্দা রতন লাল দাসের বাড়িতে ঘরের উপর উঁচু টিলা থেকে মাটির ধ্বস পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারটি এখন সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন।

এছাড়া মহকুমার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় মাটির ধ্বস এবং গাছ পড়ে মানুষের বাড়ি ঘরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে বিলোনিয়া মহকুমার ছয়ঘরিয়া চৌদ্দ দেবতা মন্দিরের সামনে রাস্তায় বড় ধ্বস পরে প্রায় দেড় ঘন্টা ধরে যানবাহন আটকে থাকতে হয়েছে। এর ফলে রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্স দাড়িও আটকে পড়ে রাস্তায়। পরবর্তী সময়ে যান চালক এবং স্থানীয়দের সহযোগিতায় রাস্তা থেকে মাটির ধর এবং গাছ সরিয়ে চলাচলের উপযুক্ত করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোন প্রশাসনিক আধিকারিক এবং আপৎকালীন পরিষেবার ডিজাস্টার ম্যানেজমেন্টের দেখা মিলেনি। বিলোনিয়া শহরের বিভিন্ন স্থানে জল জমার ছবি ধরা পড়েছে। এর মধ্যে বিলোনিয়া মুহুরী নদীর জল স্তর বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছে বিলোনিয়া শহর এলাকার জনগণ।

 যেকোন সময় মুহুরী নদীর জল প্রবেশ করতে পারে বিলোনিয়া শহরে। এর ফলে গোটা শহর জলমগ্ন হয়ে পরবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় তাদের নজরদারি রয়েছে জেলা এবং মহকুমার বিভিন্ন এলাকায়, যেকোনো ধরনের বিপদকালীন সময়ে পরিষেবা প্রদান করতে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য