স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ আগস্ট : টিলা ধসে বন্ধ হয়ে গেল বিলোনিয়া থেকে শান্তিরবাজার যাওয়ার ছয়গড়িয়ার রাস্তা। আটকে পড়ে অ্যাম্বুলেন্সও। পরে স্থানীয় লোকজন রাস্তা পরিষ্কারে হাত লাগায়। অভিযোগ এই ধসের পর ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও আপতকালিন পরিষেবা বিভাগ তথা ডিজাস্টার মেনেজম্যান্টের কোনো খবর নেই, তারা দুই দিনের বৃষ্টিতে কম্বল পেচিয়ে শীতঘুমে আছেন, এছাড়া বিলোনিয়া মহাকুমার বিভিন্ন এলাকা ও শহর জলমগ্ন রাস্তাগুলোর অবস্থা বিপদজনক হয়ে আছে জলে।
এদিন ছয়ঘড়িয়া এলাকায় বিপর্যয় মোকাবেলা দফতরের কোন ভূমিকা না দেখে রোগীকে বাঁচাতে মরিয়া এলাকার সাধারন মানুষ। তারা ধসে পড়া টিলার মাটি পরিষ্কারের কাজে হাত লাগায়। যেখানে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করছেন বিপর্যয় মোকাবেলা দফতরের নামে, সেখানে সাধারণ লোকের পরিষেবা দেওয়ার কথা বিপর্যয় মোকাবেলা দপ্তর, কিন্তু তা দেখা যায়নি। বাধ্য হয় এলাকার সাধারণ জনগণ রাস্তা পরিস্কারে হাত লাগায়। প্রশ্ন উঠছে, সরকার যাদের দায়িত্বই দিয়েছেন শুধু জনগণকে আপতকালীন পরিষেবা প্রদান করার, তাদের যদি এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে খুঁজে পাওয়া না যায় তবে আর কবে পাবে সাধারন মানুষ তাদের পরিষেবা। তবে এক্ষেত্রে ত্রাতার ভূমিকায় দেখা গেল দক্ষিণ জেলার ৭ নং আসনের জেলা পরিষদের প্রার্থী প্রার্থী নিতীশ দেবনাথকে।ভোটের আগেই জনসেবায় বিজেপি মনোনীত জেলা পরিষদের ৭ নং আসনের প্রার্থী নিতিশ দেবনাথক। খবর পেয়ে উনার কর্মীদের সাথে নিয়ে অ্যাম্বুলেন্স কে হাসপাতালে পৌঁছানোর জন্য রাস্তা পরিস্কারের কাজে হাত লাগান। দুর্যোগ মোকাবিলা দপ্তরের এহেনও কাজে হতাশ মানুষ।