Thursday, March 27, 2025
বাড়িরাজ্যবেদখলকৃত জমি দখল মুক্ত করতে গিয়ে হামলার মুখে পড়লেন ডিসিএম

বেদখলকৃত জমি দখল মুক্ত করতে গিয়ে হামলার মুখে পড়লেন ডিসিএম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ আগস্ট : কৈলাসহর পুর পরিষদের বেদখলকৃত জমি দখল মুক্ত করতে গেলে হামলার মুখে পরতে হয় পুর পরিষদের কর্মী দের। জানা যায়, কৈলাসহর পুর পরিষদের পুর্ব দিকে বেশ কিছু জমি দখল করে বাড়ি ঘর তৈরি করে বসবাস করে আসছে কয়েকটি পরিবার। তাদের নোটিশ করা হয় জমি ছেড়ে দিতে। তাতে তারা কর্ণপাত করেনি। বৃহস্পতিবার পুর পরিষদের তিনজন আধিকারিক পুলিশ নিয়ে জমির দখল নিতে যায়।

আধিকারিকরা দখলকারীদের উচ্ছেদ করার চেষ্টা করলে মহিলা ও পুরুষ কয়েক জন বাঁধা দান করে। তাদের মধ্যে দুইজন নির্মল মালাকার ও সুবোদ মালাকার আধিকারিকদের সঙ্গে প্রথমে বাকবিতন্ডায় লিপ্ত হয়ে পরে। এক সময় লম্বা দা নিয়ে ডি সি এম বিশ্বজিৎ দাসকে আক্রমন করার চেষ্টা করে। অল্পের জন্য তিনি বেঁচে যান। নির্মলকে সাহায্য করে সুবোধও। যে তিন আধিকারিক বেদখলকৃত জমি উদ্ধারে গিয়ে ছিলেন তারা হল ডি সি এম সোমেশ বনিক, বিশ্বজিৎ দাস ও সনজীত দেববর্মা। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে অবশ্য জমি দখল মুক্ত করতে পারে প্রশাসন। নির্মল মালাকার ও সুবোধ মালাকারের নামে সরকারী আধিকারিকদের উপর প্রানঘাতী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। সুবোধকে আটক করা হলেও নির্মল পলাতক রয়েছে। ঘটনায় কৈলাসহরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য