স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ আগস্ট : বাঁকা পথে সার্টিফিকেট বের করে চাকুরী হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটা অংশের যুবকরা। তারা সকলে উত্তর প্রদেশ এবং বিহারের বাসিন্দা। তাই এর প্রতিবাদে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্নে বিক্ষোভ দেখায় বেকাররা। এদিন তারা বিক্ষোভ প্রদর্শন করে সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জানান প্রতিবছর উত্তর প্রদেশ, বিহার সহ বিভিন্ন রাজ্য থেকে যুবকরা ত্রিপুরায় এসে ১ থেকে ২ লক্ষ টাকা বিনিময়ে ভুয়া পিআরটিসি সার্টিফিকেট বের করে চাকরি পেয়ে যাচ্ছে।
এ বছরও এসএসসি -র জিডি পরীক্ষার জন্য তারা এ ধরনের বাঁকা পথ অবলম্বন করছে। এতে করে ত্রিপুরার জন্য যে নির্ধারিত কোটা থাকে সেগুলি পূরণ করে নেয় তারা। ফলে ত্রিপুরার বেকার যুবকরা বঞ্চিত হয় চাকরি থেকে। এরই প্রতিবাদে তারা আন্দোলন শুরু করেছে। অবিলম্বে ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পূর্ব আগরতলা থানার পুলিশ। পুলিশ তাদের আশ্বস্ত করে বিষয়টি অবশ্যই দেখা হবে। তারপর আন্দোলন প্রত্যাহার করে তারা। তবে বলার অপেক্ষা রাখে না এখন ত্রিপুরায় বাঁকা পথে পিআরটিসি সহ বিভিন্ন সার্টিফিকেট বের করছে বহিরাগতরা। কারণ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে দালাল মারফত সার্টিফিকেট বের করে নিচ্ছে বাংলাদেশি নাগরিকরা। এখন রাজ্যের বেকারদের পেটে লাথি মারা জন্য বহিঃ রাজ্য থেকে রাজ্যে এসে দালাল চক্রের দ্বারা ভুয়া সার্টিফিকেট তৈরি করছে। আর যে দালালরা এ ধরনের সার্টিফিকেট বের করে দিচ্ছে তারা অবশ্যই মহকুমা শাসক অফিসের সাথে জড়িত রয়েছে। নাহলে বাঁকা পথে এভাবে সার্টিফিকেট বের করা সম্ভব নয়। মোটা অংকের বিনিময়ে এভাবে সার্টিফিকেট বের করে বেআইনি কার্যকলাপ চালাচ্ছে। সুষ্ঠু তদন্ত হলে গোটা বিষয়টি সামনে উঠে আসবে এবং যারা এ ধরনের ঘটনার সাথে জড়িত তাদেরও আটক করতে পারবে পুলিশ।