Monday, February 17, 2025
বাড়িরাজ্যগন্ডাছড়ার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিরাপত্তার দাবি করল সিপিআইএম

গন্ডাছড়ার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিরাপত্তার দাবি করল সিপিআইএম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ আগস্ট : ৭ জুলাই গণ্ডাছড়া মহকুমায় ঘটে যায় অনাকাঙ্খিত ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময় আরও অনেক অনভিপ্রেত ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে কথা বলার জন্য বৃহস্পতিবার গণ্ডাছড়া মহকুমায় যান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নরেশ জমাতিয়া, সুধন দাস, বিধায়ক সুদিপ সরকার, নয়ন সরকার ও রামু দাস। সিপিআইএম দলের প্রতিনিধিরা গণ্ডাছড়া মহকুমার জগবন্ধু পাড়া পরমেশ্বর রিয়াং-এর বাড়িতে যায়। পরমেশ্বর রিয়াং ৭ জুলাই খুন হয়েছিল।

 তাঁর পরিবারের লোকজনদের সাথে কথা বলে সিপিআইএম নেতৃত্বরা। তারপর সিপিআইএম নেতৃত্বরা ৭ জুলাইর পর গণ্ডাছড়ার যে সকল স্থানে অনভিপ্রেত ঘটনা ঘটেছে সেখানে যান। কথা বলেন ক্ষতিগ্রস্ত মানুষের সাথে। শুক্রবার সিপিআইএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি আরও জানান ঘর বাড়ি ছেরে যারা এখনো শরণার্থী শিবিরে রয়েছে তাদের সাথেও দেখা করে সিপিআইএম নেতৃত্ব। শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত লোকজন জানিয়েছেন তারা নিজেদের বাড়ি থেকে কিছুই আনতে পারেন নি। তাদের ঘর বাড়ি সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে।

 প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কিছু পলিথিন দেওয়া হয়েছে। শরণার্থী শিবিরে শিশু সহ বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে। তাদেরকে দুই বেলা খাওয়া দেওয়া হচ্ছে। জিতেন্দ্র চৌধুরী দাবি জানান উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া লোকজনদের বাড়িতে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। এবং তাদের জন্য পর্যাপ্ত খাওয়ারের ব্যবস্থা করে দেওয়া হোক। শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া লোকজনদের পানীয় জলের জন্য একটা পিল্টারেরও ব্যবস্থা করা হয় নি প্রশাসন থেকে। এমনকি তাদেরকে প্রশাসন থেকে একটা মোশারিও প্রদান করা হয় নি বলে অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী। শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া পরিবার গুলি যতদিন না পর্যন্ত বাড়ি ঘরে ফিরে যেতে পারবে, ততদিন পর্যন্ত তাদের জন্য পর্যাপ্ত খাওয়ার সহ প্রয়োজনীয় সবকিছু প্রশাসন থেকে প্রদানের দাবি জানান জিতেন্দ্র চৌধুরী।

তিনি আরও দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবার গুলির ক্ষতি সঠিক ভাবে নিরূপণ করে ক্ষতিপূরণ প্রদান করা হোক। ক্ষতিগ্রস্ত পরিবার গুলি যেন পুনরায় তাদের জীবন জিবিকা, ব্যবসা বাণিজ্য এমনকি কৃষি কাজ শুরু করতে পারে, তাঁর জন্য কম সুদে তাদের জন্য ঋনের ব্যবস্থা করার দাবি জানান জিতেন্দ্র চৌধুরী। ৭ জুলাই থেকে তার পরবর্তী সময় গণ্ডাছড়া মহকুমায় ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি তিনি জানান অগ্নিসংযোগ ও লুটের ঘটনা আগেও রাজ্যে ঘটেছে। কিন্তু গণ্ডাছড়ার ঘটনা একটু নতুন। গণ্ডাছড়া মহকুমায় মানুষের বাড়ি ঘর ভেঙ্গে লুট করা হয়েছে প্রথমে। তারপর সেই বাড়িতে অগ্নিসংযোগ করে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে। রক্ষা পায় নি গৃহপালিত পশুও। ১৫ থেকে ২০ টি যানবাহন ভেঙ্গে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দোকানও ভাংচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য