Wednesday, February 19, 2025
বাড়িরাজ্যআটজন বাংলাদেশী সহ দুই ভারতীয় দালাল আটক

আটজন বাংলাদেশী সহ দুই ভারতীয় দালাল আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ আগস্ট : বাংলাদেশে কোটা আন্দোলন চলাকালীন অবস্থায় ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশ বেড়েছে। অনুপ্রবেশকারী বাংলাদেশীদের পুলিশ আটক করলেও পুলিশ সুষ্ঠু তদন্ত করতে ব্যর্থ হচ্ছে। বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশন থেকে ৮ জন বাংলাদেশি সহ দুই জন ভারতীয় দালালকে গ্রেপ্তার করে আগরতলা জিআরপি থানার পুলিশ।

 আগরতলা জিআরপি থানার ওসি জানান ধৃত বাংলাদেশী নাগরিকরা কলকাতা ও চেন্নাই যেতে চেয়েছিল। তাদেরকে সহযোগিতা করছিল ধৃত ভারতীয় দুই নাগরিক। ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত বাংলাদেশী নাগরিকরা হল সাহাদাত হোসেন, তৃষা আক্তার, সাপলা আক্তার, রাজু আহমেদ, শাহ আলম, সুখদ্রি শেখ, মোহম্মদ বিপ্লব ও করিম শেখ। অপরদিকে ধৃত ভারতীয় নাগরিকরা হল মেলাঘরের বাসিন্দা রতন পাল ও শুক্লা সরকার। শুক্রবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ। তবে প্রতিদিন এত পরিমাণে বাংলাদেশের অনুপ্রবেশ ঘিরে চিন্তা বাড়াচ্ছে সাধারণ মানুষের। পেছনে আসল রহস্য কি সেটা নিয়ে মুখ খুলতে চাইছে না প্রশাসন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য