স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : প্রধান চৌকিদার যখন লুটপাট এর মূল মস্তিষ্ক হয়, তখন তার নেতৃত্বে সমস্ত চৌকিদারের চুরিতে ব্যস্ত হয়। বুধবার ৫৭ যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের বটরশি এলাকায় ঢুপিরবন্দ গ্রাম পঞ্চায়েতে নির্বাচনী জনসভায় নাম না করে বিজেপির হাই কমান্ডকে এভাবেই তোপ দাগলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন, শাসক দলের নেতৃত্ব জানে পুরনো গ্রাম প্রধান ও উপপ্রধানদের দাঁড় করালে বিজেপি জিতবে না, কারণ তাদেরকে কেন্দ্র করে প্রতিষ্ঠান বিরোধী একটি হওয়া বইবে।
তাই এবার নতুনদের লুটপাট করার সুযোগ করে দিতে বিজেপি পুরোনোদের বাতিল করে নতুনদের প্রার্থী করেছে। তাই ভারতীয় জনতা পার্টি ৭০ শতাংশ আসনে নতুন চেহেরা প্রার্থী এনেছে বলে দাবি করেন তিনি। এদিন তিনি ৫৫ নং বাগবাসা বিধানসভা কেন্দ্রের চান্দপুর এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কের পাশের নির্বাচনী জনসভায় করেন। অবশেষে এদিন বিকেল সোয়া পাঁচটায় ৫৪ নং কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের কদমতলা বাজারে অপর একটি নির্বাচনী জনসভায় যোগ দেন সুদীপ রায় বর্মণ। এদিনের একাধিক নির্বাচনী জনসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ ছাড়াও উপস্থিত ছিলেন, প্রদেশ সম্পাদক চয়ন ভট্টাচার্য, প্রদেশ যুগ্ম সম্পাদক ইন্দ্রজিত পাল, যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা, বাগবাসা ব্লক কংগ্রেস সভাপতি হিরালাল নাথ প্রমুখ।
এদিনের একাধিক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন আরো বলেন, রাজ্যের অবস্থা খুবই খারাপ।স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ রূপে ভেঙ্গে পড়েছে। তাই উত্তর জেলা ও ঊনকোটি জেলার মানুষ চিকিৎসার জন্য আসাম ও মেঘালয় পাড়ি দিচ্ছে। রাজ্যে নির্বাচনের নামে একটা প্রহসন চলছে। একের পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রহসনে পরিণত হচ্ছে। রাজ্যের বেশিরভাগ জায়গায় নির্বাচন হতে পারেনি। জোরপূর্বক মনোনয়ন পত্র তুলতে বাধ্য করা হচ্ছে অথবা মনোনয়নপত্র দিতে দেওয়া হয়নি। প্রার্থীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। যেমন প্রার্থীর ছেলেকে বলছে পিতাকে পাওয়া যাবে না, বউকে বলছে সিঁথির সিঁদুর কখনো থাকবে না। একটা জোড়ের সাম্রাজ্য এই রাজ্যে চলছে ভারতীয় জনতা পার্টির নির্দেশে। পরিশেষে জাতীয় কংগ্রেস দলের প্রার্থীদের উদ্দেশ্যে সাহসীকতার সহিত নির্বাচন লড়ার বার্তা দেন। সাথে জনসাধারণের উদ্দেশ্যে কংগ্রেস দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।