Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যজটিল রোগ নিয়ে গ্রামে ঝার ফো, তিনজনকে বের করে দেওয়া হল গ্রাম...

জটিল রোগ নিয়ে গ্রামে ঝার ফো, তিনজনকে বের করে দেওয়া হল গ্রাম থেকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জুলাই : আতঙ্কে বৃন্দামাটিলা এলাকায়। গ্রামের মানুষের অভিযোগ কবচ করে গোপনাঙ্গ ছোট হয়ে যাচ্ছে। তাই তিনজন গ্রাম থেকে বের করে দিয়েছে গ্রামবাসী। অভিযোগ কবস তাবিসের কারণে এমন হচ্ছে। ঘটনা বিলোনিয়া মহাকুমা সোনাইছড়ি বিন্দামাটিলা এলাকায়। তন্ত্র মন্ত্র তাবিজ ও বালু পড়ার কারনে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

জানা যায়, ওঝার তকমা দিয়ে তিন জনকে গ্ৰাম ছাড়া করলো এলাকাবাসী। অভিযুক্তরা হল কলিঙ্গ ত্রিপুরা, কৃষ্ণমোহন ত্রিপুরা এবং ব্রজ ত্রিপুরা। একদিকে ওঝা বৈদ্যের তকমা দিয়ে গ্ৰাম ছাড়া করছে অন্যদিকে বাইরে থেকে ওঝা বৈদ্য ডেকে এনে ঝাড়ফুঁক করে চিকিৎসা চলছে। এমনই ঘটনা ঘটে গেল বিলোনিয়া থানাধীন সোনাইছড়ি বৃন্দামা টিলা এলাকায়। ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। খবর পেয়ে বুধবার দুপুর বারোটা নাগাদ ছুটে যায় বিলোনিয়া অতিরিক্ত মহকুমা শাসক আশিষ বিশ্বাস, ডিসিএম সঞ্জয় শীল সহ পুলিশ। এছাড়া তাঁরা ঘটনা বিষয় নিয়ে খতিয়ে দেখেন কথা বলেন এলাকার পুরুষ মহিলাদের সাথে।

অবশেষে অনেক বোঝানোর পর বিলোনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য রাজী হয় এলাকাবাসী। এলাকাবাসীর দাবি গ্রামে দুই যুবকের মৃত্যু হয়। আরো কয়েকজন ব্যাক্তির নাকি একই অবস্থা। তাদের দাবি এলাকায় তিন ওঝা নাকি তিনজন ব্যক্তিকে অসুস্থ করেছে। এই তিন জনকে এলাকায় ঢুকতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন। তবে প্রশাসনিক আধিকারিকরা আশ্বস্ত করেছেন এ ধরনের ভুল ভ্রান্তি থেকে গ্রামবাসীকে বের করে নিয়ে আসতে তারা খুব দ্রুত জনজাতি চিকিৎসকদের গ্রামে পাঠাবে। এবং এ অজানা জটিল রোগ সম্পর্কে অবগত হবেন। কি কারনে এই রোগ হচ্ছে। গোটা ঘটনাটি এখন তদন্ত সাপেক্ষ। তবে প্রশ্ন কোথায় যুক্তিবাদী মঞ্চ ? কোথায় বিজ্ঞান মঞ্চ? ডিজিটাল যুগেও মন্ত্রতন্ত্র ওঝাই বৈদ্য বিশ্বাস কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়ে জল্পনা কল্পনা চলছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য