স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মার্চ : রাজধানীর সুপারীবাগান স্থিত দশরথ দেব স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় ত্রিপুরা এস সি কোপারেটিভ ডেভলাপমেন্ট কর্পোরেশন লিমিটেডের বার্ষিক সাধারন সভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস, বিধায়ক ডাঃ দিলিপ দাস, এস সি কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান তথা বিধায়ক রনজিৎ দাস, বিধায়িকা মিমি মজুমদার সহ অন্যান্যরা। এদিনের বার্ষিক সাধারন সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন ২০১৮ সালে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নজরে আসে এস সি কর্পোরেশন লিমিটেডের করুন অবস্থার চিত্র।
ঋন দেওয়ার মত ব্যবস্থাই ছিল না। কিন্তু এস সি পরিবার ও বেকারদের ইচ্ছা ছিল ঋন নিয়ে রোজগার সৃষ্টি করবে। দাবি থাকলেও ঋন দেওয়ার মত পরিস্থিতি ছিল না এস সি কর্পোরেশন লিমিটেডের কাছে। কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে কিছু অর্থ আনা গেছে। এই পরিস্থিতি তৈরি হওয়ার কারন স্বজন পোষণ করার জন্য। বিশাল অঙ্কের ঋন দেওয়া হলেও তা পরিশোধ করা হত না। আজ সেই পরিস্থিতিতে বদল এসেছে বলে জানান তিনি। এদিন বেশ কয়েক জন বেনিফিসেয়ারীর হাতে অটোর চাবি তুলে দেওয়া হয় ।