স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মার্চ : শুক্রবার পশ্চিম জেলা ভিত্তিক আশা এবং আশা সুবিধাভোগীদের সম্বর্ধনা অনুষ্ঠান হয়। এদিন অনুষ্ঠানটি হয় ভগৎ সিং যুব আবাসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা সভাধিপতি অন্তরা সরকার দেব, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ দেবাশীষ দাস প্রশাসনিক আধিকারিকরা। এদিনের অনুষ্ঠানে পশ্চিম জেলার পাঁচজন শ্রেষ্ঠ আশা কর্মীদের সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও আরও তিনজন আশা সুবিধাভোগীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আশা কর্মীদের বিশেষ ভূমিকা আছে। একজন মা তাদের সহায়তার কথা ভুলতে পারবেন না। মানসিক শক্তি জোগাতে ও সঠিক পুষ্টির বিকাশে আশা কর্মীরা বড় ভূমিকা নেয়। আশা কর্মীদের সমাজের সাথে অক্লান্ত পরিশ্রম করে চলছে। কোভিড পরিস্থিতির মধ্যে আশার কর্মীরা একটি বড় ভূমিকা পালন করেছে বলে জানান জেলা সভাধিপতি অন্তরা সরকার দেব। শিশুর বিকাশের ক্ষেত্রেও তাদের অবদান রয়েছে বলে জানান ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত।