Thursday, March 20, 2025
বাড়িরাজ্যবিদেশ নিয়ে উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রক, রাজ্যের এসে বসলেন আলোচনার টেবিলের

বিদেশ নিয়ে উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রক, রাজ্যের এসে বসলেন আলোচনার টেবিলের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে দেশের বিদেশ মন্ত্রকের সহযোগিতায় ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বিদেশ সম্পর্ক শীর্ষক বৈঠক। আগরতলা স্টেট গেস্ট হাউসে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব অঙ্কন ব্যানার্জি, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের সচিব পি.কে চক্রবর্তী, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব অঙ্কন ব্যানার্জি বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বলেন এই প্রথম বারের মতো ত্রিপুরা রাজ্যে বিদেশ সম্পর্ক শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়।

 পাশাপাশি তিনি বিদেশ সম্পর্কের বিভিন্ন দিক গুলি তুলে ধরেন। এ বিষয়ে বিদেশ মন্তকের যুগ্ম সচিব অংকন ব্যানার্জি জানান, বর্তমানে সবচেয়ে বড় সমস্যা লক্ষ্য করা গেছে কিছু কিছু যুবক থাইল্যান্ডের মতো দেশে গিয়ে তার অন্যান্য বন্ধুদের জানাই সেখানে অর্থ উপার্জন করা অত্যন্ত সহজ এবং তারা সেখানে খুব ভালো আছে। এমনটা বলে উৎসাহিত করে বন্ধুদের সেখানে নিয়ে যায়। তারপর সেখানে নিয়ে পার্শ্ববর্তী অন্য দেশে পাচার করে তাদের উপর অত্যাচার চালানো হয়। এ ধরনের প্রলোভনের ফাঁদে যাতে কেউ পা না দেয়। এছাড়ো অপর একটি বিষয় হলো যাতে কেন্দ্র এবং রাজ্য একটি ফ্ল্যাটফর্মে এসে বিদেশে গিয়ে যুবকদের যে ধরনের সমস্যা হচ্ছে সেগুলির যাতে দ্রুত নিষ্পত্তি করতে পারে তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নেওয়া। পাশাপাশি তিনি আরো জানান, লক্ষ্য করা যায় বিদেশে কেউ মারা গেলে তার মৃতদে বাড়িতে ফিরিয়ে আনতে প্রায় দু-তিন মাস লেগে যায়।

সময় যাতে কমিয়ে দু থেকে তিন দিনের মধ্যে মৃতদেহ বাড়িতে আনা যায় তার জন্য আলোচনা হয়। বিশেষ করে দেশের সব রাজ্যে এ ধরনের বিদেশ সম্পর্ক শীর্ষক আলোচনা চলছে। বহু ক্ষেত্রে ডিজিটালাইজেশন করে বিদেশ নিয়ে আরও বেশি সচেতন হচ্ছে বিদেশ মন্ত্রক। এদিকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের সচিব জানান বাংলাদেশ থেকে কাতারে কাতারে ভারতে প্রবেশ করার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। তবে এ ধরনের অনুপ্রবেশ কোন নতুন বিষয় নয়। আগেও এ ধরনের অনুপবেশ ঘটেছে। সুতরাং বৈঠকে তাৎপর্যপূর্ণ দিক পরবর্তী সময় সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য