স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : ধর্মনগর প্রগতি রোডের গৃহবধূ কাজলী দেব মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নতুন মোড় নিচ্ছে। গত বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটা নাগাদ গৃহবধূ কাজলীদেব শশুর বাড়িতে নিজগৃহে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা পরীক্ষা করে কাজলীকে মৃত বলে ঘোষণা করে। পরে গৃহবধূ পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়।
অভিযোগ ছিল প্রতিদিনের মতো সন্ধ্যার পরে গৃহবধূ কাজলীর মা কাজলীকে ফোন করলে মেয়ে ফোন রিসিভ করেনি, এমনকি মেয়ের স্বামী বিশ্বকে ফোন করলেও বিশ্ব ফোন রিসিভ করেনি। আবার রাত ৮ নাগাদ দ্বিতীয়বার ফোন করলে কাজলী কোন উত্তর না দিয়ে ম্যাসেজ পাঠিয়েছে সে খাওয়া-দাওয়া সেরে ফোন করবে। সবশেষে রাত ১১ টা নাগাদ মেয়ের ফোন না পেয়ে মা শিপ্রা দেব আবার তার মেয়েকে ফোন করলে মেয়ে কেঁদে জানায় এসে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য।
সে আর স্বামীর বাড়িতে থাকবে না। মা তাকে আশ্বস্ত করেন পরের দিন তাকে নিয়ে আসবেন। কিন্তু পরে মেয়ের মৃত্যুর খবর শুনে পায়। থানায় কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে প্রথমে পুলিশ মৃত গৃহবধুর দেবরকে গ্রেফতার করে, পরবর্তী সময় গৃহবধূর স্বামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। কিন্তু সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেতে তাকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।