Saturday, July 12, 2025
বাড়িরাজ্যপোল্ট্রি ফার্ম বন্ধের দাবিতে পদ্মনগর এলাকায় আগরতলা-সোনামুড়া সড়ক অবরোধ

পোল্ট্রি ফার্ম বন্ধের দাবিতে পদ্মনগর এলাকায় আগরতলা-সোনামুড়া সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : শাসকদলের নেতার পোল্ট্রি ফার্ম বন্ধ করার দাবিতে পদ্মনগর এলাকায় আগরতলা-সোনামুড়া সড়ক অবরোধে সামিল হল এলাকাবাসী। সড়ক অবরোধের ফলে রাস্তার উভয়দিকে আটকে পড়ে বহু যানবাহন। জানা যায় পদ্মনগর এলাকায় শাসকদলের নেতা স্বপন দেবনাথের পোল্ট্রি ফার্ম রয়েছে।

এই পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসীরা একাধিকবার এই পোল্ট্রি ফার্ম বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। পরবর্তী সময় সোনামুড়া মহকুমা প্রশাসন থেকে দ্রুত এই পোল্ট্রি ফার্ম বন্ধ করতে স্বপন দেবনাথকে নোটিশ দেওয়া হয়। প্রশাসনের নোটিশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে শাসক দলীয় নেতা স্বপন দেবনাথ।

অবৈজ্ঞানিক পদ্ধতিতে পোল্ট্রি ফার্ম তৈরি করার ফলে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এক প্রকার বাধ্য হয়ে সোমবার পুনরায় পদ্মনগর এলাকায় সোনামুড়া-আগরতলা সড়ক অবরোধ করে এলাকাবাসীরা। সড়ক অবরোধকারীদের দাবি সোমবারের মধ্যে পোল্ট্রি ফার্ম বন্ধ করতে হবে। অন্যথায় সড়ক অবরোধ চলবে। এইদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। পুলিশ সড়ক অবরোধ করার জন্য দফায় দফায় সড়ক অবরোধকারিদের সাথে আলোচনা করে। কিন্তু সড়ক অবরোধকারিরা তাদের দাবিতে অনড় থাকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য