Sunday, May 25, 2025
বাড়িরাজ্যহকার উচ্ছেদের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ

হকার উচ্ছেদের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : গত ২৫ শে জুলাই উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদারের নেতৃত্বে উদয়পুর শহরে বুলডোজার নামিয়ে হকার উচ্ছেদ করা হয়। এর প্রতিবাদে সোমবার গোমতী জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জামতলা কংগ্রেস দলের অফিস থেকে শুরু করে সেন্ট্রাল রোড, পুরানো মটরস্ট্যান্ড, নিউটাউন রোড হয়ে পৌর পরিষদের অফিসের সামনে এসে হকার উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

 গোমতী জেলা কংগ্রেস দলের সভাপতি টিটন পাল সাংবাদিকদের সামনে বলেন, উদয়পুর শহর পরিস্কারের নামে কয়েক দিন পর পর বুলডোজার নামিয়ে গরীব ব্যবসায়ীদের উপর যে ভাবে দমন পীড়ন নামিয়ে আনছে, তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কংগ্রেস চায় উদয়পুর উন্নয়ন হোক কিন্তু হকারদের উপর দমন পীড়ন করে নয়। হকারদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর হকারদের তুলে দেওয়ার দাবি করছে কংগ্রেস। গত বৃহস্পতিবার হকার উচ্ছেদের নামে হকারদের যে ক্ষতি হয়েছে তার সমস্ত ক্ষতি পূরনের ব্যবস্থা মিটিয়ে দিতে হবে উদয়পুর পৌর পরিষদকে। নতুবা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান টিটন পাল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!