Saturday, March 22, 2025
বাড়িরাজ্যশহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতন হতে আহবান মেয়রের

শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতন হতে আহবান মেয়রের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুলাই : সোমবার আগরতলা টাউন হলে সাফাই মিত্র সুরক্ষা শিবিরের উদ্বোধন হয়। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রদীপ প্রজ্বলন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ছাড়াও ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, নগর উন্নয়ন আধিকারিক রজত পন্থ সহ অন্যান্যরা। আগরতলা শহরে সুষ্ঠু নাগরিক পরিষেবা দিতে গেলে সবার আগে প্রয়োজন আগরতলা শহরকে স্বচ্ছ রাখা। তাই এই দায়িত্ব মূলত পালন করে চলেছেন ছাফাই কর্মীরা।

তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতেন তাহলে করোনা অতিমারির সময় আরো বহু লোকের মৃত্যু হতো। তাই সমাজে সাফাই কর্মীদের বিশেষ অবদান রয়েছে। মেয়র আরো বলেন সাফাই কর্মীরা যাতে সুস্থ থাকে তার জন্য নিয়মিত স্বাস্থ্য শিবিরের আয়োজন করার পাশাপাশি নিগমের পক্ষ থেকে তাদের সুরক্ষা সামগ্রী প্রদান করা হচ্ছে। আগরতলা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখার দায়িত্ব আগামী দিন সাফাই কর্মীদের হাতে।

তাই তারা যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করে তার জন্য আহব্বান জানান মেয়র। এদিন মেয়র সাফাই কর্মীদের উৎসাহিত করে আরো বলেন, আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কেন্দ্র সরকারের কাছ থেকে একাধিকবার পুরস্কার পেয়েছে আগরতলা পুর নিগম। এই পুরস্কার পাওয়া গেছে সাফাই কর্মীদের সুষ্ঠু কাজ করার জন্য। পাশাপাশি তিনি আগরতলা বাসীর উদ্দেশ্যে বলেন, মানুষকেও সহজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনেক বেশি সচেতন হতে হবে। আগরতলা পুর নিগম অনেক দায়িত্ব নিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে শহরকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করছে। কিন্তু কিছু অসচেতন লোক বাড়ির আবর্জনা রাস্তায় ফেলে সুষ্ঠু পরিবেশ নষ্ট করে তুলছে। এ বিষয় নিয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান মেয়রের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য