স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ মার্চ : নাবার্ড দীর্ঘদিন যাবৎ ত্রিপুরার আর্থিক সমৃদ্ধির বৃদ্ধি করার জন্য কাজ করে চলেছে। গ্রামীণ অর্থ ও সামাজিক দিক দিয়ে শক্তিশালী করার দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে নাবার্ড। শুক্রবার প্রজ্ঞা ভবনে নাবার্ডের উদ্যোগে অনুষ্ঠিত স্টেট ক্রেডিট সেমিনারে ভূয়সা প্রশংসা করে এ কথা বলেন মন্ত্রী রামপ্রসাদ পাল।
গ্রামীন এলাকার বিকাশের জন্য নাবার্ড কাজ করছে। বেকারদের জন্য ঋণ প্রদান করছে। সমবায় দপ্তরের সঙ্গে কর্মসূচী নিয়ে গ্রামীন এলাকাগুলিতে কাজ করছে তারা। আত্মনির্ভর ভারত তৈরি করার প্রধানমন্ত্রী যে চিন্তা ভাবনাকে বাস্তবারিত করতে হলে প্রতিটি গ্রামকে উন্নত করতে হবে বলে জানান মন্ত্রী রাম প্রসাদ পাল। এবং আগামী দিনে নাবার্ড ত্রিপুরাকে আত্মনির্ভর করতে বড় ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী রামপ্রসাদ পাল। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে সেমিনারের উদ্বোধন করেন তিনি। এদিন সেমিনারে এছাড়াও উপস্থিত ছিলেন নাবার্ডের জি এম – এম আর গোপাল, নাবার্ডের ডিজিএম অনিল পুরোহিত সহ অন্যান্যরা।