স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই :বুধবার গভীর রাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হানা দেয় চোরের দল। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চন্দ্র মোহন চৌধুরীপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। চন্দ্রমোহন চৌধুরীপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের দরজার তালা ভেঙ্গে চোরেরা অঙ্গনওয়ারী কেন্দ্রে প্রবেশ করে।
চোরেরা অঙ্গনওয়ারী কেন্দ্রের রান্নাঘর থেকে চাল, ডাল, চিড়া, রান্নার গ্যাসের সিলিন্ডার ও বাসনপত্র চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনি অনিমা দেববর্মা এবং সহায়িকা সাবিত্রী দেববর্মা অঙ্গনওয়াড়ী সেন্টার খুলতে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করে গ্রামবাসীদের জানান। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। অঙ্গনওয়ারী কেন্দ্রের দিদিমনি ও সহায়িকা জানান চোরেরা অঙ্গনওয়ারী কেন্দ্রের রান্নাঘর থেকে চাল, ডাল, চিড়া, রান্নার গ্যাসের সিলিন্ডার ও বাসনপত্র চুরি করে নিয়ে গেছে।