স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই :ঘাতক গাড়িকে আটক করার দাবিতে সড়ক অবরোধ গ্রামবাসিদের। ঘটনা বৃহস্পতিবার সকালে হেজামারার মোহনবাড়ী এলাকায়। এলাকাবাসিরা আগরতলা-খোয়াই সড়ক অবরোধে সামিল হয়। এলাকাবসিরা জানান বুধবার দুপুরে এলাকার বাসিন্দা পরেশ দেববর্মা রাস্তায় আসলে একটি গাড়ি পরেশ দেববর্মাকে ধাক্কা মারে।
বাড়ি থেকে ঘটনা প্রত্যক্ষ করে পরেশ দেববর্মার মেয়ে ও মেয়ের জামাই ছুটে আসলে তাদেরকে মারধর করে গাড়ির চালক গাড়ি নিয়ে চলে যায়। তবে তারা গাড়ির নাম্বার সংগ্রহ করে রাখে। পরে পরেশ দেববর্মাকে আহত অবস্থায় তার ছেলেরা জিবি হাসপাতালে নিয়ে যায়। জিবি হাসপাতালে বুধবার রাতে মৃত্যু হয় পরেশ দেববর্মার।
এইদিকে পরেশ দেববর্মার পরিবারের লোকজন দুইবার সিধাই থানায় যায়। কিন্তু পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করার জন্য কোন উদ্যোগ গ্রহণ করে নি। তাই তারা এইদিন সড়ক অবরোধে সামিল হয়েছে। সড়ক অবরোধের খবর পেয়ে সিধাই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরবর্তী সময় পুলিশ সড়ক অবরোধকারীদের আশ্বাস দেয় ঘাতক গাড়িটিকে আটক করা হবে। এই আশ্বাস পেয়ে এলাকাবাসিরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।