Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যবাড়ির ছাঁদ থেকে উদ্ধার এক টি এস আর জওয়ানের মৃতদেহ

বাড়ির ছাঁদ থেকে উদ্ধার এক টি এস আর জওয়ানের মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই :শান্তিরবাজার স্থিত মাষ্টারপাড়া এলাকায় বাড়ির ছাঁদ থেকে উদ্ধার এক টি এস আর জওয়ানের মৃত দেহ। মৃত জওয়ানের নাম অমল দেবনাথ(৪০)। ঘটনার বিবরনে জানা যায়, বুধবার রাতের বেলায় শান্তিরবাজার মহকুমা মাষ্টারপাড়া এলাকায় নিজ বাড়ীর ছাঁদ থেকে অমল দেবনাথ নামে এই টি এস আর জোওয়ানের মৃতদেহ  উদ্ধার করা হয়। জানা যায়, অমল দেবনাথ সপ্তম ব্যাটেলিয়ানের কর্মরত ছিলেন।

 সাব্রুম মহকুমার সোনাই এলাকায় তার বাড়ী ছিল। বর্তমানে শান্তির বাজার মাষ্টার পাড়ায় নতুন বাড়ী করেছে। বুধবার রাতের বেলায় পাড়ার এক ছেলের সাথে বাড়ীর ছাঁদে আড্ডা দেয়। পরবর্তী সময় ছাঁদ থেকে অমল দেবনাথের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অমল দেবনাথের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন অমল দেবনাথের মৃত্যুর পিছনে তার সঙ্গে থাকা যুবক সৌরভ দেবনাথকে সন্দেহ করছে। বৃহস্পতিবার শান্তির বাজার জেলা হাসপাতালে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। ময়না তদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য।  মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্তে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য