স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই :ভারতে অবৈধভাবে প্রবেশ করে মানব পাচারের মাস্টারমাইন্ড হয়ে উঠেছিল আনিকুল শেখ নামে এক ব্যক্তি। আগরতলা সরকারি রেল পুলিশ থানা অভিযুক্ত বাংলাদেশী পাচারকারীকে বুধবার রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকা থেকে আটক করে। তার বাড়ি বাংলাদেশের চাম্পাই নবগঞ্জ এলাকায়। বয়স ৪২ বছর।
জিআরপি থানার পুলিশের কাছ থেকে জানা যায়, অভিযুক্ত মানব পাচারকারী গত এক বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল, তারপর সে দীর্ঘ এক বছর ধরে বিভিন্ন কাজ করছিল। এর মধ্যে গত ২৩ জুলাই ৪ জন বাংলাদেশীর বিরুদ্ধে জিআরপিতে মামলা হয়। সে মামলার তদন্তে নেমে পুলিশ আনিকুল শেখের নাম পায়। তারপর পুলিশ তাকে বর্ডার গোলচক্কর এলাকা থেকে আটক করে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানতে পেরেছে গত ২৩ জুলাই আটক হওয়া চার বাংলাদেশীকে অভিযুক্ত আনিকুল সহযোগিতা করেছে। পুলিশের ধারণা তার সাথে জড়িত রয়েছে আরও অনেকে। দীর্ঘদিন ধরে সে এ ধরনের মানব পাচার কাণ্ডে জড়িত বলে প্রাথমিক তদন্তে সন্ধান পাচ্ছে পুলিশ। তার পুলিশ রিমান্ডের দাবি জানিয়ে আদালতে তোলা হয় বৃহস্পতিবার।