Sunday, September 8, 2024
বাড়িরাজ্যনেশার বিরুদ্ধে মানব বন্ধন কর্মসূচি উদযাপন

নেশার বিরুদ্ধে মানব বন্ধন কর্মসূচি উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুলাই : রাজ্যের স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে ড্রাগস সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য ছড়িয়ে পড়ছে। শিক্ষা সপ্তাহ পালনের অঙ্গ হিসাবে বুধবার রাজ্যের প্রায় প্রতিটি বিদ্যালয়ের সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। ড্রাগ বিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।

 মহারানী তুলসীবতী স্কুলে ৭ দিন ব্যাপী কর্মসূচীতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। শিক্ষা সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসাবে রাজধানীর মহারানী তুলসীবতী স্কুলে ন্যাশনাল এডুকেশন পলিসি-র চার বছর পূর্তি  উপলক্ষে ৭ দিন ব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক নন্দন সরকার সহ অন্যান্য।

এইদিন বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচিরও আয়োজন করা হয়। বিধায়ক তথা নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিরা বিদ্যালয় চত্বরে এইদিন বৃক্ষ রোপণ করেন। এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন পুথিগত শিক্ষা প্রদানের পাশাপাশি হাতে কলমে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিতে হবে। বৃক্ষ রোপণ বর্তমানে যথেষ্ট প্রয়োজন। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষ রোপণ প্রয়োজন। বৃক্ষ রোপণের পাশাপাশি গাছ গুলিকে রক্ষা করতে হবে নিজেদের স্বার্থে। তাই প্রধানমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মায়ের নামে একটি গাছের চারা রোপণ করার জন্য। শিক্ষা সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসাবে ড্রাগ বিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা দপ্তরের উদ্যোগে বুধবার প্রতিটি বিদ্যালয়ের সামনে ছাত্র-ছাত্রীদের নিয়ে মানব বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানীর বোধজং বিদ্যালয়ের সামনে মানব বন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা।

উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এন.সি শর্মা জানান ৭ দিন ব্যাপী শিক্ষা সপ্তাহের তৃতীয় দিন বুধবার। এইদিন মূলত স্পোর্টস ডে। দেখা যাচ্ছে ড্রাগের নেশায় যুব সমাজ আসক্ত হয়ে পড়েছে। তাই ড্রাগ বিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এইদিন প্রতিটি বিদ্যালয়ের সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে।রাজ্যের অন্যান্য বিদ্যালয়ের ন্যায় এইদিন রাজধানীর মহারানী তুলসীবতি বালিকা বিদ্যালয়ের সামনেও মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। এই মানব বন্ধন কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও অংশগ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য