Wednesday, September 11, 2024
বাড়িরাজ্যগন্ডাছড়ার ঘটনার প্রতিবাদে সভা করার অনুমতি মিলল না আমরা বাঙালি দলের

গন্ডাছড়ার ঘটনার প্রতিবাদে সভা করার অনুমতি মিলল না আমরা বাঙালি দলের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুলাই : গন্ডাছড়ায় অগ্নিগর্ভ পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে আগরতলা শহরে সভা করার অনুমতি মিলল না আমরা বাঙালি দলের। প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করলেন মঙ্গলবার। শিবনগর স্থিত আমার বাঙালি দলের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে দলের সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল বলেন, গত ৭ জুলাই গন্ডাছড়ায় আনন্দমেলা উৎসবে একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে আকস্মিক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়।

এই ঘটনা ঘিরে গত ১২ জুলাই পরিকল্পিতভাবে দুষ্কৃতকারিরা মানুষের বাড়ীঘর, দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী স্থানীয় বিধায়িকা, মহকুমা শাসক ও পুলিশের উচ্চপদস্থ পদাধিকারীদের উপস্থিতিতেই উল্লেখিত ঘটনা সংঘটিত হলেও দুস্কৃতকারীদের এই হিংসাত্মক কাজে বাঁধা না দিয়ে তারা শুধু নিরব দর্শকের ভূমিকায় ছিলেন। অন্যদিকে আজ পর্যন্ত ঘটনায় যুক্ত অপরাধীদের যেমন গ্রেপ্তার করা হয়নি, তেমনি স্বতঃপ্রনোদিত ভাবে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন মামলাও করা হয়নি। এতে অপরাধীরা যে প্রশ্রয় পাচ্ছে ও ভবিষ্যতে নির্দিষ্ট অংশের মানুষের উপর আরও ভয়ঙ্কর হামলা সংঘটিত করতে পারে এই আশঙ্কাতেই দিন কাটাচ্ছে এলাকাবাসী।

এছাড়া প্রশাসনের পক্ষপাত আচরণের আর একটি বড় দৃষ্টান্ত হল গন্ডাছড়ায় দুর্ঘটনায় মৃত উপজাতি যুবকের জন্য ৬ লক্ষ টাকা সরকারী অনুদান সহ আনুষঙ্গিক সাহায্য ঘোষণা হলেও সরকারী সাহায্য হিসাবে ১৬৫ টি সর্বশান্ত পরিবারের জন্যে মাত্র ১ কোটি ৫৪ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। যা ক্ষতির তুলনায় খুবই নগন্য। অন্যদিকে বিশ্বস্থ সূত্রে প্রাপ্ত খবর হলো গন্ডাছড়ায় শরনার্থী শিবিরে আশ্রিত বাঙালী পরিবারগুলির অবস্থা অত্যন্ত সঙ্গীন, অনেকটা বন্দী শিবিরের কয়েদির মতো। বিরোধী রাজনৈতিক শিবিরের কাউকে যেমন শরনার্থীদের সঙ্গে দেখা বা কথা’ বলার সুযোগ দেওয়া হচ্ছে না। তেমনি সাংবাদিক সহ কারো সঙ্গে কথা বা তথ্য বিনিময় করতে দেওয়া হচ্ছে না। আমরাবাঙালী দলের পক্ষ থেকে অমানবিক বিষয়গুলি সভার মাধ্যমে রাজ্যবাসীর গোচরে আনার জন্যে আগামী ২৫শে জুলাই আগরতলায় প্রকাশ্য সভার অনুমতি চেয়ে প্রশাসনের দারস্থ হলে আইন শৃঙ্খলার অজুহাত দেখিয়ে পুলিশ প্রশাসন প্রকাশ্য সভার অনুমতি বাতিল করে দেয়। যা গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ বলে মনে করে আমরা বাঙালি। রাজ্য সরকারের গণতন্ত্র বিরোধী এই মনোভাবের তীব্র বিরোধীতা করা হচ্ছে। সেইসঙ্গে আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে অপরাধীদের গ্রেপ্তার করা , দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, গন্ডাছড়া মহকুমা সহ এডিসি -র প্রত্যন্ত অঞ্চলে টিএসআর ক্যাম্প স্থাপন করার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য