Thursday, March 27, 2025
বাড়িরাজ্যজন্ম মৃত্যুর পরিসংখ্যান জানতে প্রশিক্ষণ শিবির

জন্ম মৃত্যুর পরিসংখ্যান জানতে প্রশিক্ষণ শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুলাই : বুধবার মুক্তধারা অডিটরিয়ামে জন্ম-মৃত্যুর পরিসংখ্যান জানতে এক বিশেষ সফটওয়্যার নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  আধিকারিক সজল বিশ্বাস, জনগণনা দপ্তরের অধিকর্তা রবীন্দ্র রিয়াং, মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জন বিশ্বাস সহ অন্যান্যরা। তারা এদিন প্রশিক্ষণের গুরুত্ব বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন।

মঞ্চে বক্তব্য রেখে আধিকারিকরা জানান উন্নত দেশগুলোতে প্রতি সেকেন্ডে জন্ম মৃত্যুর হার সম্পর্কে অবগত হওয়া যায়। সেদিকে লক্ষ্য রেখে এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে যাতে দ্রুত জনগণনা করা যায় তার জন্য এই সফটওয়্যারের উপর প্রশিক্ষণ। আরো বলেন, জনগণনার উপর নির্ভর করে একটি দেশ এবং রাজ্যের ভবিষ্যৎ। সেই অনুযায়ী বাজেট পেশ হয় প্রতি বছর। তাই জনগণনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বলে জানান আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য