Friday, October 18, 2024
বাড়িরাজ্যসাংবাদিককে গাড়ি দিয়ে পিষে মারা চেষ্টা করল দুই পুলিশ কর্মী, দুজনকে গ্রেফতার...

সাংবাদিককে গাড়ি দিয়ে পিষে মারা চেষ্টা করল দুই পুলিশ কর্মী, দুজনকে গ্রেফতার করেছে পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুলাই :কর্তব্য পালন করতে গিয়ে অল্পতে প্রাণে বাঁচলেন কল্যাণপুর প্রেস ক্লাবের সভাপতি তথা স্যন্দন পত্রিকার সাংবাদিক সজল দেবকে। জানা যায়, সোমবার দুপুর আনুমানিক দুইটা নাগাদ তেলিয়ামুড়া থানার ওয়ান্টনার গাড়ি TRP 304 দিয়ে বেআইনিভাবে সরকারি তেল বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা সংঘটিত হয়। সাংবাদিক সজল দেব জানান, এদিন সাংবাদিকরা হাতেনাতে তেল বিক্রি ধরে নেওয়ার পর সংশ্লিষ্ট গাড়ির চালক তথা এসপিও জওয়ান মনোরঞ্জন দেবনাথ প্রানে মারার চেষ্টা করে।

তখন স্থানীয় মানুষ থেকে শুরু করে সাথে থাকা অন্যান্য সাংবাদিকরা যৌথভাবে প্রতিরোধ গড়ে তুললে মনোরঞ্জন গাড়ি বন্ধ করতে বাধ্য হয়। এরপর খবর দেওয়া হয় কল্যাণপুর থানায়। খবর পাওয়া মাত্র কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে যেখান থেকে তেল বিক্রি করা হয়েছিল সেই বাড়ি থেকে বিক্রি করা তেল উদ্ধার করে। মনোরঞ্জন সহ তার সাথে থাকা তেলিয়ামুড়া থানার ওসির গাড়ির চালক বলে পরিচয় দেওয়া হরিবল দেবনাথকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণপুর প্রেস ক্লাবের তরফ থেকে দাবি করা হয়েছে এই বিষয়ে যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য। এদিকে এভাবে দিন দুপুরে প্রকাশ্যে সাংবাদিককে প্রাণে মারার চেষ্টা ঘিরে গোটা কল্যাণপুর জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ধৃত এসপিও জওয়ান মনোরঞ্জন দেবনাথ এবং তেলিয়ামুড়া থানার ওসি রাজীব বাবুর গাড়ি চালক হরিবল দেবনাথ উভয়ই রয়েছে কল্যাণপুর পুলিশের হেফাজতে। দাবি উঠছে এভাবে সরকারি সম্পদ নিয়ে যারা দুনম্বরী করার প্রচেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য