স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুলাই :সোমবার সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরার বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর মেলারমাঠস্থিত কৃষক সভার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেন সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির আহ্বায়ক পবিত্র কর, জয় গোবিন্দ দেবরায়, রতন দাস, রাসবিহারী ঘোষ, রঘুনাথ সরকার সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে পবিত্র কর একাধিক বিষয় তুলে ধরে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন।
তিনি বলেন ঐতিহাসিক কৃষক আন্দোলনের সময় দেওয়া লিখিত প্রতিশ্রুতি পালন না করে সরকার যে বিশ্বাস ভঙ্গ করেছে, সেটা মনে করিয়ে দিতেই সংযুক্ত কিষান মোর্চা সর্বভারতীয় ক্ষেত্রে কর্মসূচি গ্রহণ করেছে। সেক্ষেত্রে সংযুক্ত কিষান মোর্চা দেশের সকল সাংসদদের কাছে দাবি সনদ তুলে দেবে। যেখানে ন্যুনতম সহায়ক মূল্যের আইনী ঘোষণা, কৃষি থেকে জি এস টি প্রত্যাহার, ষাট বছরের অধিক বয়সী অন্নদাতাদের জন্য মাসিক ১০,০০০ টাকা পেনশন প্রদান, অন্নদাতাদের জন্য জীবন বীমার সুযোগ করে দেওয়ার দাবি জানানো হবে বলে জানান তিনি। আর অভিযোগ করলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সিপিআইএম দলের এক মহিলা প্রার্থী শাসক দলের কাছ থেকে বিভিন্নভাবে হুমকির শিকার হয়ে মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য।
এবং বামুটিয়াতে মহিলা সিপিআইএম প্রার্থীকে হুমকি দিয়ে মনোনয়ন প্রত্যাহার করার জন্য চেষ্টা করেছিল। তিনি আরো বলেন মোহনপুরে অবাক কান্ড করেছেন মন্ত্রী। সেখানে সর্বদলীয় বৈঠকে পর্যন্ত যেতে পারেনি সিপিআইএম। আশ্চর্যের বিষয় হলো মোহনপুরের সিপিআইএম -এর নাম করে প্রার্থী দিয়ে জালিয়াতি করেছেন মন্ত্রী। সুতরাং দেশের মানুষ এত বড় শিক্ষা লোকসভা নির্বাচনের দেওয়ার পরেও শিক্ষা হয়নি বিজেপি -র। কিন্তু দেশের মানুষ আগামী দিনের জন্য প্রস্তুত হচ্ছে। বিজেপি থাকবে না দেশে। তাই এই সরকারকে পরাজিত করতে আগামী ৯ আগস্ট থেকে পূর্ণ মাত্রায় সারাদেশে শুরু হবে কৃষকদের আন্দোলন বলে জানান তিনি।