স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : গোপন খবরের ভিত্তিতে পুলিশ এক ড্রাগস বিক্রেতাকে জালে তুলল পূর্ব আগরতলা থানার পুলিশ। অভিযুক্ত ড্রাগস বিক্রেতার নাম নাহিদ মিয়া। সে দীর্ঘদিন ধরে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে স্কুটি দিয়ে ড্রাগস বিক্রি করে বলে পুলিশের কাছে খবর ছিল। শনিবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে তাকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। তার কাছ থেকে প্রায় ৩ লক্ষাধিক টাকার ড্রাগস উদ্ধার করেছে পুলিশ।
তাকে আদালতে তোলা হবে বলে জানায় পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জী। তিনি আরো জানান অভিযুক্ত নাহিদ মিয়া শনিবার সন্ধ্যায় কলেজ টিলা এবং জগহরিমুড়া এলাকায় ড্রাগস বিক্রি করতে বের হয়েছিল। কিন্তু তাকে পুলিশ জালে তুলতে সফল হয়েছে। তার সাথে জড়িত রয়েছে আমতলী এবং ফুলতলী এলাকার কিছু যুবক। তাদের এই গ্যাং -এর প্রধান হল নাহিদ। তার বাড়ি জগহরিমুড়া এলাকায়। পুলিশ তদন্তের স্বার্থে বাকিদের নাম সামনে আনে নি। তবে বাকি ড্রাগস বিক্রেতাদের সহসাই জালে তুলতে সফল হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।