Sunday, September 8, 2024
বাড়িরাজ্যনির্বাচন নিয়ে থানার শান্তির বৈঠক, পুলিশের কপালে চিন্তার ভাঁজ

নির্বাচন নিয়ে থানার শান্তির বৈঠক, পুলিশের কপালে চিন্তার ভাঁজ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : আগামী ৮ ই আগস্ট ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে কৈলাসহরের শহর উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা। যা নিয়ে গোটা শহর উত্তরাঞ্চল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পঞ্চায়েত নির্বাচনের উৎকণ্ঠায় শঙ্কার কালো মেঘ দেখছেন পুলিশ প্রশাসন। তাই দায়বদ্ধতা থেকে আগেভাগে হাত ধুঁয়ে নিতে চাইছে প্রশাসন।

শনিবার দুপুরে ইরানি থানার পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের উপস্থিতিতে সমস্ত রাজনৈতিক নেতৃত্বদের নিয়ে এক বৈঠক হয় ইরানি থানায়। মূলত নিজ নিজ এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে মডেল কোড অব কন্ডাক্ট ও নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সকলের কাছে আবেদন জানানো হয়। উপস্থিত সকল দলীয় নেতৃত্ব প্রশাসনিক আধিকারিকদের আশ্বাস দেন তাদের সর্বশক্তি দিয়ে এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখা হবে। এছাড়াও দলীয় নির্বাচনী প্রচারের জন্য যে সময়সূচি থাকবে তা অনুযায়ী সকল রাজনৈতিক দলকে তার প্রচার করতে হবে। যার চুড়ান্ত তালিকা প্রতিলিপি এই বৈঠকের মধ্যেই সমস্ত রাজনৈতিক দলকে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান, পূর্ববর্তী নির্বাচন গুলোর মতো শান্তি ও সম্প্রীতি বজায় রেখে চলার জন্য আরক্ষা দপ্তরের তরফ থেকে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। কোনো ধরনের হিংসাত্মক ঘটনা সংঘটিত হলে তার প্রভাব গোটা পঞ্চায়েতের উপর পড়বে। আর যার ফলে কৈলাসহর সম্পর্কে গোটা রাজ্য ও দেশের কাছে একটা ভুল বার্তা যাবে। এখন পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল  নিয়ে কোনো ধরনের  অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাই নির্বাচনের দিন গুলোতেও যেন একই প্রকার শান্তি বজায় থাকে সে বিষয়ে আহ্বান রাখেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য