স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : ড্রাগস পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগে দুই যুবককে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিস। ধৃতরা হল রাজা সাহা ও অর্জুন দেবনাথ। পূর্ব আগরতলা থানার ওসি জানান ধৃত রাজা সাহা ও অর্জুন দেবনাথের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক ছিল তারা।
শুক্রবার অভিযান চালিয়ে রাজা সাহা ও অর্জুন দেবনাথকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। ধৃতদের কাছ থেকে একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এই গাড়ির ব্যবহার করে তারা ড্রাগস পাচার করত। তাদেরকে শুক্রবার বিকালে কলেজটিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।