Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যনির্বাচনকে সামনে রেখে যুব কংগ্রেসের বৈঠক

নির্বাচনকে সামনে রেখে যুব কংগ্রেসের বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত প্রদেশ যুব কংগ্রেস পর্যবেক্ষক শেরিফা রহমানের উপস্থিতিতে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। যুব কংগ্রেস নেত্রী শরিফা রহমান জানান, প্রদেশ যুব কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনা হয় যেসব আসনে কংগ্রেস মনোনয়নপত্র জমা দিতে পেরেছে সেসব আসনে যাতে কংগ্রেস জয় নিশ্চিত করতে পারে। পাশাপাশি অভিযোগ তোলেন বহু আসনে কংগ্রেস দুর্বৃত্তদের কারণে মনোনয়নপত্র দাখিল করতে পারেনি। তবে যেসব আসনে মনোনয়নপত্র দাখিল করেছে সেসব আসনে যাতে কংগ্রেস জোরদার ভাবে লড়াই করতে পারে তার জন্য এই বৈঠকের আয়োজন বলে জানান তিনি। বৈঠকে এদিন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য