স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : ভারতীয় জনতা পার্টির ৯ বনমালীপুর মন্ডলের ৩১ নং ওয়ার্ডের অন্তর্গত ৫১ নং বুথের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ঝুলন্ত ব্রিজ এলাকায় হয় এই বৃক্ষরোপন কর্মসূচি।
উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, নয় বনমালীপুর মন্ডল সভাপতি এবং ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জনা দাস সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন বৃক্ষরোপণ করার জন্য। এ যে অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন জায়গার মতো নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।