স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জুলাই : গত ১৫ জুন এক বাইক চুরির ঘটনার কিনারা করতে তদন্ত নেমে এখন পর্যন্ত ৩ কুখ্যাত চোরকে জালে তুলেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া একাধিক বাইক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম আগরতলা থানার ওসি জানান, গত ১৫ জুন পশ্চিম আগরতলা থানায় একটি বাইক চুরি মামলা হয়েছিল।
এ মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে রাজধানীর জয়পুর এলাকার থেকে দুই কুখ্যাত চোরকে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি নম্বর বিহীন বাইক। পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদ করে সিসিটিভির ফুটেজ দেখে আরো এক চোরকে সনাক্ত করে পুলিশ। অভিযুক্ত চোর শুক্রবার রাজধানীর অফিস লেন এলাকায় বাইক চুরি করতে আসে। তখন পশ্চিম আগরতলা থানার পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। তারপর তার কাছ থেকে দুটি চুরি যাওয়া বাইক উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
উদ্ধার হওয়া বাইকের নম্বর টি আর ০১ এ এ ৬৬৪৬ এবং টি আর ০১ ইউ ৮৬৫০। ধৃত চোরের নাম সমীর মল্লিক। তার বাড়ির জিরানিয়া নোয়াবাদী এলাকায়। তার সাথে আরও জড়িত রয়েছে কয়েকজন। তদন্তের সাথে পুলিশ মুখ খুলতে চায়নি। অভিযুক্ত চোর গত ১৫ জুন চুরির ঘটনার সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে পুরনো আইনের ধারা অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি পশ্চিম আগরতলা থানার ওসি আরো জানান, উদ্ধার হওয়া বাইক দুটি কোন জায়গা থেকে কবে নাগাদ কিভাবে চুরি হয়েছিল সে বিষয়টাও তদন্ত করছে পুলিশ। তারপর উপযুক্ত প্রমাণ নিয়ে আইন অনুযায়ী বাইকের মালিকদের হাতে তুলে দেওয়া হবে বাইক দুটি।