Thursday, January 16, 2025
বাড়িরাজ্যবিয়ের চার মাসের মাথায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

বিয়ের চার মাসের মাথায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু যুবকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই : বিয়ের চার মাসের মাথায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ফয়সাল আহমেদ নামে ২৭ বছর বয়সী যুবকের। ঘটনাটি ঘটে কমলনগর উগিরাটিলা এলাকায়। জানা যায় ফয়সাল আহাম্মেদ শুক্রবার সকালে বাড়ি থেকে কোন কাজের উদ্দেশ্যে মতিনগর যাওয়ার সময় উগরাটিলা যেতেই অপর দিক সোনামুড়া থেকে আসা প্যাসেঞ্জার কমান্ডার গাড়ির সংঘর্ষ হয়। রাস্তার পাশে ছিটকে পড়ে ফয়সাল। ঘটনাস্থলেই তার নাক, কান, মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে।

এলাকার লোকজন বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে কমলনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে জিবিপি হাসপাতালে রেফার করেন। পরবর্তী সময়ে রাস্তায় তার শারীরিক অবস্থার অবনতি দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে দেখতে পায় তার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মৃতের বাড়ি কমলনগর আনন্দনগর এলাকায়। তার বাবার নাম অহিদ মিয়া। পেশায় একজন গাড়ি চালক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য