Thursday, March 27, 2025
বাড়িরাজ্যবিদ্যুতিক পাখা ভেঙ্গে পড়ে আহত চতুর্থ শ্রেণীর দুই ছাত্র

বিদ্যুতিক পাখা ভেঙ্গে পড়ে আহত চতুর্থ শ্রেণীর দুই ছাত্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই : পরীক্ষা চলাকালীন বিদ্যুতিক পাখা ভেঙ্গে পড়ে আহত চতুর্থ শ্রেণীর দুই ছাত্র। ঘটনা শুক্রবার ধর্মনগর মহকুমা নয়াপাড়া উচ্চ মাধ্যমিক ইংরেজি মাধ্যম স্কুলে। এদিন সকালে চতুর্থ শ্রেণীর পরীক্ষা চলাকালীন একটি বিদ্যুতিক পাখা ভেঙ্গে দুই ছাত্রের উপর পড়ে। ঘটনায় একজন ছাত্রের মাথায় আঘাত লাগে এবং অপরজন ছাত্রের পায়ে আঘাত লাগে।

যে ছাত্রের মাথায় আঘাত লাগে তার নাম অর্ণব চন্দ। ১০ বছর। পিতার নাম অখিল চন্দ। বাড়ি উত্তর হুরুয়ার ৭ নং ওয়ার্ডে। অপর ছাত্রের নাম অগ্রজিত নাথ। বয়স ১০ বছর। বাবার নাম দেবজিৎ নাথ। বাড়ি দীঘল বাগ নেতাজি চৌমুনী এলাকায়। দুর্ঘটনার পর অভিভাবকরা ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনীর সাথে যোগাযোগ করে তাদের ধর্মনগরের জেলা হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় অভিভাবকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। ধর্মনগরের জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই ছাত্র।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য