Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যছন্দে ফিরছে গন্ডাছড়া, তারপরও টানটান পরিস্থিতি, গোটা মহকুমায় রয়েছে অতিরিক্ত নিরাপত্তা কর্মী...

ছন্দে ফিরছে গন্ডাছড়া, তারপরও টানটান পরিস্থিতি, গোটা মহকুমায় রয়েছে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়ন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুলাই :  কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ক্রমশ স্বাভাবিক হচ্ছে গন্ডাছড়া মহকুমার পরিস্থিতি। গণ্ডাছড়ার হাট বাজার থেকে শুরু করে যানবাহন, অফিস আদালত সবকিছুই চলছে স্বাভাবিক ভাবে। বৃহস্পতিবার ছিল গন্ডাছড়া মহকুমা সদর বাজারের সাপ্তাহিক হাটবার। প্রত্যেক হাট বারের ন্যায় এই দিনও মহকুমার প্রত্যন্ত অঞ্চল থেকে জনজাতিরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে আসে। ক্রেতারাও বাজারে আসে। উল্লেখ্য ৭ জুলাই গন্ডাছড়ার ত্রিশ কার্ড এলাকায় আনন্দ মেলায় এক স্কুল পড়ুয়া ছাত্রর সাথে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটে যায়। ১২ জুলাই ঐ ছাত্রর মৃত্যু হয়।

 তার পর গন্ডাছড়ায় অশান্তির পরিবেশ ছড়িয়ে পরে। ৫ দিন ধরে চরম উত্তেজনা বিরাজ করে গণ্ডাছড়ায়। নিরাপত্তার অভাবে গন্ডাছড়া মহকুমার সদর বাজারএর ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রাখে। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় ধলাই জেলার জেলা শাসক ও জেলা পুলিশ সুপার বাজার কমিটির সদস্যদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে জেলা শাসক বাজারের ব্যবসায়ীদের সম্পূর্ণ নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন। প্রশাসন থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে এইদিন ব্যবসায়ীরা তাদের দোকান পাট খোলে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বাজারের পরিবেশ স্বাভাবিক হতে থাকে।

গন্ডাছড়া বাজার কমিটির সভাপতি সীতা নাথ সাহা জানান জেলা শাসক ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন গণ্ডাছড়া বাজারে সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ প্রদান করা হবে। জেলা শাসকের কাছ থেকে আশ্বাস পেয়ে গণ্ডাছড়া বাজারের ব্যবসায়ীরা দোকানপাট খুলে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য