Thursday, March 27, 2025
বাড়িরাজ্যউচ্চ আদালতে খারিজ হয়ে গেল পঞ্চায়েত নির্বাচন নিয়ে কংগ্রেস ও সিপিআইএম-এর মামলা

উচ্চ আদালতে খারিজ হয়ে গেল পঞ্চায়েত নির্বাচন নিয়ে কংগ্রেস ও সিপিআইএম-এর মামলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুলাই :  উচ্চ আদালতে খারিজ হয়ে গেল পঞ্চায়েত নির্বাচন নিয়ে কংগ্রেস ও সিপিআইএম-এর দায়ের করা মামলা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অন লাইনে মনোনয়ন পত্র জমা দেওয়ার ব্যবস্থা করা ও মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সীমা বৃদ্ধি করার জন্য উচ্চ আদালতে পৃথক পৃথক পিটিশন দাখিল করে কংগ্রেস ও সিপিআইএম। উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ ও এস দত্ত পুরকায়স্তর বেঞ্চে বৃহস্পতিবার কংগ্রেস ও সিপিআইএম-দায়ের করা পিটিশনের উপর শুনানি হয়।

 কংগ্রেসের হয়ে উচ্চ আদালতে সাওয়াল করেন সিনিয়র আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ। তিনি জানান উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ ও এস দত্ত পুরকায়স্তর বেঞ্চ এইদিন অনলাইনে মনোনয়ন পত্র জমা দেওয়ার যৌক্তিকতা স্বীকার করেছে। কিন্তু ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত আইনে অনলাইন মনোনয়ন পত্র জমা দেওয়ার সংস্থান না থাকায় উচ্চ আদালত সরাসরি কোন নির্দেশ দিতে পারে নি। তবে উচ্চ আদালত স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে। উচ্চ আদালতে এইদিন কংগ্রেস ও সিপিআইএম-এর দায়ের করা পিটিশনের শুনানি এক সাথে হয়। এবং উচ্চ আদালাত একটি কমন রায় দিয়ে দুইটি পিটিশন খারিজ করে দেয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য