স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুলাই : কাঁকড়াবন আর ডি ব্লকে মনোনয়নপত্র দাখিল করতে যাওয়া প্রার্থীদের এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাঁকড়াবন বিধানসভার বিধায়ক জিতেন্দ্র মজুমদার ও কাঁকড়াবন বিজেপি -র মন্ডল সভাপতি বিশ্বজিৎ সরকার।
জানা যায়, কংগ্রেস দলের সুদীপ রায় বর্মণ যখন কাঁকড়াবন আর ডি ব্লকে দলীয় কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেছেন সেখানে বিজেপি দলের পক্ষ থেকে সুদীপ রায় বর্মণকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।এক সাক্ষাৎকারে বিধায়ক জিতেন্দ্র মজুমদার বলেন, শাসক দল বিজেপি গনতন্ত্র বিশ্বাস করে। শান্তিপূর্ন ভাবে ভোট চায় বিজেপি দল। ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহা যেভাবে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করে চলেছে তা দেখে ভোটাররা বিজেপিকে ভোট দেবে। মানুষ তার গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করে যাকে ভালো লাগে তাকে ভোট দেওয়ার সুযোগ পাক কাঁকড়াবন বিধানসভা কেন্দ্রে।