Sunday, September 8, 2024
বাড়িরাজ্যরাস্তা সংস্কারের দাবিতে পড়ুয়াদের সড়ক অবরোধ

রাস্তা সংস্কারের দাবিতে পড়ুয়াদের সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুলাই : রাস্তা সংস্কারের দাবিতে বিদ্যালয়ের পড়ুয়াদের সড়ক অবরোধ। আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুলের ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার আমবাসা রেলস্টেশন সংলগ্ন এলাকায় সড়ক অবরোধে সামিল হয়। আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুলটি আমবাসা থেকে লালছড়ি যাওয়ার রাস্তায় অবস্থিত। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে।

রাস্তার মধ্যে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষাকালে বড় বড় গর্তে জল জমে রাস্তাটি ভয়ানক অবস্থায় পরিণত হয়ে যায়। এলাকাবাসী থেকে শুরু করে বিদ্যালয়ে পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের নিকট বহুবার দাবি জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রতিদিন বিদ্যালয়ের পড়ুয়াদের এই রাস্তা দিয়ে বিদ্যালয়ে যেতে হয়। এক প্রকার বাধ্য হয়ে বিদ্যালয়ের পড়ুয়ারা এইদিন সড়ক অবরোধে শামিল হয়। তাদের দাবি অতিসত্বর রাস্তাটি সংস্কার করতে হবে। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ডিসিএম পঙ্কজ দত্ত। তিনি কথা বলেন ছাত্র-ছাত্রীদের সাথে। আশ্বাস দেন অতিসত্বর তাদের দাবি মেনে রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে। এই আশ্বাস পেয়ে প্রায় দুই ঘণ্টা পথ সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় ছাত্র-ছাত্রীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য