স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুলাই : পোস্ট অফিসে ঢুকে মহিলা পোস্ট কর্মীকে গলা টিপে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনা খোয়াই থানাধীন সিঙ্গিছড়া বেলতলী এলাকাস্থিত পোস্ট অফিসে। অভিযুক্ত যুবকের নাম রতন ঘাটুয়াল। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকাল সাড়ে এগারোটার নাগাদ অভিযুক্ত যুবক পোস্ট অফিসে গিয়ে এই মহিলা কর্মীকে জিজ্ঞাসাবাদ করেন এখানে কি এলপিজি গ্যাসের কানেকশন নেওয়া যায়, সেই প্রশ্নের সুবাদে মহিলা কর্মী উত্তরে জানান এখানে শুধু আর ডি এবং সেভিংসের পাস বই করা হয়।
পরবর্তী সময় ওই যুবক পোস্ট অফিসে নির্জনতার সুযোগে এই মহিলা কর্মীর গলা চেপে ধরে। পোস্ট অফিসের ক্যাশে থাকা নগদ অর্থ ছিনতাইয়ের চেষ্টা করে। এই সময় ওই মহিলা কর্মী চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে এবং অভিযুক্ত যুবককে আটক করতে সক্ষম হয়। পরবর্তী সময় এলাকাবাসীর হাতে আটক রতন ঘাটওয়ালকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে খোয়াই মহিলা থানার পুলিশ। একটি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। আটক যুবকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা যায়।