স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মার্চ : প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ বিজেপি রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ দত্ত। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে জিবি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার জিবি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
পরবর্তী সময় বিশ্বজিৎ দত্তের মৃতদেহ নিয়ে আসা হয় বিধানসভায়। সেখানে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, আইনমন্ত্রী রতন লাল নাথ সহ মন্ত্রিসভার সদস্যরা এবং বিরোধী দলনেতা মানিক সরকার সহ বিধায়করা শ্রদ্ধা জানান। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে পোস্ট করে বিশ্বজিত দত্তের প্রতি শ্রদ্ধা জানান। পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান। কিন্তু এদিন অসুস্থ বিশ্বজিৎ দত্তকে জিবি হাসপাতালে দেখতে গিয়েছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার এবং বিধায়ক নির্মল বিশ্বাস। তবে প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দত্তের মৃত্যুর ঘটনায় এদিন শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে।