Monday, February 10, 2025
বাড়িরাজ্যশিক্ষা দপ্তরের দ্বারস্থ হল সমগ্র শিক্ষা প্রকল্পের শিক্ষকরা

শিক্ষা দপ্তরের দ্বারস্থ হল সমগ্র শিক্ষা প্রকল্পের শিক্ষকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মার্চ : সমগ্র শিক্ষা প্রকল্পের অধীন কর্মরত কনট্রাকচ্যূয়াল শিক্ষকরা বেতন বঞ্চনার শিকার বলে অভিযোগ তুলে শিক্ষা অধিকর্তার দ্বারস্থ হল বৃহস্পতিবার। রাজ্যে সরকারি তথ্য অনুযায়ী ৫৭৫ জন শিক্ষক রয়েছেন। কিন্তু তারা বেতন বঞ্চনার শিকার হচ্ছেন বলে তাদের অভিমত। এমনকি তারা কোন ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন না।

তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন বলে জানান। এবং ক্ষোভ উগড়ে দেন। তাদের বক্তব্য নিয়ম অনুয়ারী ডি এল এইড ও বি এড করেছেন তারা। উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশের উপর নাম্বার পেয়েছেন। এই ক্ষেত্রে আগাম জানানো হয়নি এই ব্যবস্থা ২০১৯ সালের মার্চ পর্যন্ত রয়েছে। অনেকেই মার্চ মাসের পর অক্টোবর মাসে উত্তীর্ণ হয়েছেন। আর তাদের সাথে বেতন বৈষম্য করা হচ্ছে। বর্ধিত বেতন পাচ্ছে না তারা। এই অবস্থায় আগেও তাদের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণের জন্য দপ্তরের অধিকর্তার সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু কোন ধরনের সদুত্তর পাননি। এদিন বাধ্য হয়ে ফের একবার অধিকর্তার দারস্থ হন। তথ্য যদি তাদের বঞ্চনা সমস্যা সমাধান না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন। কিন্তু এইভাবে বৈষম্য মানা হবে না। আজও তারা কোন রকম সদুত্তর পায়নি বলে জানায় এদিন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য